রমজানের আলো ছড়িয়ে দিন—একটি ইফতার উপহার দিন !
প্রজেক্ট SOWAB আওতায় বিগত বছর গুলোর মতো এবার ও Origin Smile টিম পুরো রমজান ব্যাপি গরিব অসহায় রোজদ্বার ও ক্ষুধার্ত, নিপীড়িত, নিঃস্ব মানুষের মাঝে ইফতার সামগ্রী , ঈদের জন্য বস্ত্র বিতরণ সহ নানান পরিকল্পনা নিয়ে কাজ করবে আমরা পুরো রমজান মাস জুরে,ইনশা আল্লাহ। এই পুরো ইভেন্টটি সফল ভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সাহায্য প্রয়োজন ।
পবিত্র মাহে রমজান আমাদের শেখায় সংযম, সহানুভূতি ও একে অপরের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। কিন্তু আমাদের চারপাশেই এমন অনেক এতিম ও দুস্থ মানুষ আছেন, যাদের কাছে ইফতার মানেই একরাশ অনিশ্চয়তা। এই রমজানে অরিজিন স্মাইল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে , একসঙ্গে ইফতার ভাগ করে নেওয়ার জন্য, বিশেষ করে সেইসব ভাই-বোনদের সাথে, যাদের মুখে আনন্দ নেই, যাদের আশেপাশে কেউ নেই!
পবিত্র মাহে রমজান মাসে কেউ আল্লার রাস্তায় এক টাকা দান করে তাহলে আল্লাহ তায়ালা তার সওয়াবের পরিমান ৭০ গুন বাড়িয়ে দেন।(সুবাহান আল্লাহ)
প্রতিটা মানুষের উপর রয়েছে গরীবের হক।তাদের হক আদায়ে আসুন আমাদের যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী যত টুকু পারি সহযোগিতা এগিয়ে আসি । আল্লাহ দানের পরিমাণ দেখবেন না দেখবেন নিয়ত।
আপনি প্রজেক্ট SOWAB বাস্তবায়নে নিম্মোক্ত উপায়ে সহযোগিতার হাত বাড়াতে পারেন -
১. নগদ অর্থ দিয়ে ( যা দিয়ে খাদ্য , কাপড় ও বাজার ক্রয় করা হবে)।
২. ইফতারীর জন্য খাদ্য কিংবা কাপড় দান করে।
৩. মহৎ কাজটিকে পৃষ্ঠপোষকতা করে।
অনুদান পাঠানোর জন্য :
বিকাশ : 01779394695 (Personal) [Use Refer : OS SOWAB]
নগদ : 01779394695 (Personal) [Use Refer : OS SOWAB]
রকেট : 01779394695-8 (Personal) [Use Refer : OS SOWAB]
ব্যাংক : Contact Page
DBBL (Dutch Bangla Bank Limited) , EBL (Eastern Bank Limited) , MTB (Mutual Trust Bank) , IBBL (Islamic Bank Bangladesh Limited), BBL (Brac Bank Limited).
এই ছাড়াও আপনি আমাদের সদস্যদের মাধ্যমেও দিতে পারবেন । [Bkash/Nagad/Rocket টাকা পাঠানোর পর অবশ্যই আমাদের যে নম্বর থেকে পাঠিয়েছেন তা পেজে জানাবেন ]
আপনারা স্বপ্ন দেখি মানুষের পাশে দাঁড়িয়ে হাসিঁ ফুটানোর এবং স্বপ্ন পূরণের কাজে এগিয়ে যাব আমরা। আমাদের ধরকার আপনাদের সহযোগিতার , তাহলে চলুন অসহায় মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানুষের মুখে হাসি ফুটায় । জয় হোক মানবতার!
যেকোনো ধরণের জিঞ্জাসা থাকলে , যোগাযোগ করতে পারেন
আপনার ছোট্ট সহযোগিতায় ফুটতে পারে কোনো অভুক্ত শিশুর মুখে হাসি, হতে পারে তাদের জন্য একটি পরিপূর্ণ ইফতারের আয়োজনের সুযোগ। আমরা স্বপ্ন দেখি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর, তাদের স্বপ্ন পূরণের! আমাদের দরকার আপনার সহযোগিতা - চলুন, একসাথে অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং মানবতার জয়গান গাই!