“উষ্ণতার উপহার" - সহানুভূতির উষ্ণ পরশে বদলে যাক কারোর শীতের গল্প
কনকনে শীত কাঁপিয়ে দেয় অসহায় মানুষদের। শীতের কাঁপনের কষ্ট থেকে তাদের কিছু আরাম দিতে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি । আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। আপনার অল্প একটু সহায়তাই কারো জীবনে উষ্ণতা এনে দিতে পারে।
আপনি বাস্তবায়নে নিম্মোক্ত উপায়ে সহযোগিতার হাত বাড়াতে পারেন -
🧥 পুরোনো বা নতুন শীতবস্ত্র
🛏️ কম্বল বা কাঁথা
💸 আর্থিক অনুদান
ডোনেট করতে যোগাযোগ করুন:
📧 E-Mail: info@originsmile.org
📱 বিকাশ : 01779394695
📱 নগদ : 01779394695
📱 রকেট : 01779394695-8
🏛 Bank : Dutch Bangla Bank , Brac Bank , Eastern Bank , Mutual Trust Bank , Social Islami Bank ,AB Bank .
🌐 পেজ : Origin Smile
এই ছাড়াও আপনি আমাদের সদস্যদের মাধ্যমেও দিতে পারবেন ।
[টাকা পাঠানোর পর অবশ্যই আমাদের পেজে যে নম্বর থেকে পাঠিয়েছেন তা জানাবেন ]
আপনার একটি অনুদান, কারো জীবনের উষ্ণ আশ্রয়। ভালোবাসার উষ্ণতায় শীতার্তদের পাশে দাঁড়াই।
জাজাকাল্লাহু খাইর।